রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী। যিনি আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ সংসদীয় আসনের এমপি প্রার্থী।

এসময় তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক ও আধুনিক হাসপাতাল সম্প্রসারণের পাশাপাশি অসহায় ও দরিদ্র জনগণের জন্য সুলভ চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করার ব্যাপারে আমরা যতটা সম্ভব কার্যকরী পদক্ষেপ নেব। সেইসঙ্গে মাতৃ ও শিশুস্বাস্থ্যের বিশেষ যত্ন নিশ্চিত করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
উক্ত প্রস্তুতি সভায় রামগঞ্জের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।