টাঙ্গাইলের ভুঞাপুরে মাদকবিরোধী অভিযানে সাব্বির হোসেন নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামের এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে দোষী সাব্যস্ত করে সাব্বির হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচ শত টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন চরনিকলা গ্রামের সাহেব আলী ছেলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন তিনি বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।