পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীষক কর্মশালা গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার শহিদ শাহাবুদ্দিন মিলনায়তন ময়মনসিংহ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল বাতেন, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক শেখ মো: নাজমুল হুদা, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আসাদুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মো: হাফেজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামাউস ময়মনসিংহ এর পরিচালক মো: ফজলুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ। অনুষ্ঠানটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আয়োজনে এবং গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।