নওগাঁর মহাদেবপুরে বাগের মোড়ে তিন টি মোবাইল শো-রুম এ দুর্ধর্ষ ডাকাতি হয়।
এই ডাকাতির তালিকায় রয়েছে, আইটেল,ইনফিনিক্স এবং টেকনো এই তিনটি দোকান থেকেই কিস্তিতে ফোন বেচা কেনা করা হতো।
এই ঘটনাটি ঘটে আজ সোমবার সকাল ৬ টায়। এর মধ্যে জমজম টেলিকমের মালিক মোস্তাফিজুর জানান তার শো-রুম এর প্রডাক্ট এর পাশাপাশি ৮০ হাজার টাকা ক্যাশ সহ নিয়ে যান দুর্ধর্ষ ডাকাত রা।
তিন দোকান মিলে প্রায় ১০৫ টি স্মার্ট ফোন নিয়ে যায় দুর্দশা ডাকাতরা।এই বিষয়টি মহাদেবপুর থানা থেকে তদন্ত চলমান রয়েছে।
# এম এস