আজিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের জোতবাজার শাখার তিন বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) মান্দা উপজেলার জোতবাজার শাখার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জোন প্রধান রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, ম্যানেজার, জোতবাজার শাখা, মো. সাজেদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, সাপাহার শাখা, মো. হেমোশারফ হোসেন, চৌবাড়িয়া শাখা, মো. এরশাদ আলী, হাটগাঙ্গোপাড়া শাখা, মো. আবুল কালাম আজাদ, নওগাঁ সদর শাখা, মো. আকরাম হোসেন, মাদারীগঞ্জ শাখা।
অনুষ্ঠানে বক্তারা আজিজ কো-অপারেটিভ ব্যাংকের সাফল্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।