নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তালপাতিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। মোহাম্মদ আজিজ (৪৫), পিতা: মৃত সানাউল্লা মণ্ডল—নামক এক ব্যক্তি বস্তাবন্দি অবস্থায় আজ সকালে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা পায় স্হানীয়রা
জানা যায়, তিনি গতকাল রবিবার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ ২১ জুলাই সোমবার সকালে স্থানীয় লোকজন মাঠের ভেতর একটি বস্তার মধ্যে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।
সন্দেহ করা হচ্ছে—কে বা কারা রাতের আঁধারে তাকে মারধর করে বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।