অপু বিশ্বাসের নতুন রূপ, যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন দুই দশকের বেশি সময় ধরে শোবিজে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দার ব্যস্ততা থেকে খানিকটা দূরে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তবুও তার জনপ্রিয়তা কমেনি; মাঝে মাঝে তিনি বিভিন্ন ফটোশুট ও মেকওভারের মাধ্যমে ভক্তদের সামনে নতুন রূপে হাজির হন। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।

ছবি অপু বিশ্বাসের টাইমলাইন থেকে
ছবিতে দেখা গেছে, তিনি সাদা শাড়ি, রুপালি কাজ এবং অভিজাত গয়নায় নিজেকে উপস্থাপন করেছেন। কখনো মিষ্টি হাসি, কখনো স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তিনি।
মেকওভারের পোস্টের ক্যাপশনে অপু লিখেছেন, “যেখানেই ভালোবাসা, সেখানেই জীবন।” ভক্তদের প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, তার নতুন রূপ সকলকে বেশ আকৃষ্ট করেছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাজারো ভক্ত ছবিতে মন্তব্য ও প্রশংসা করেছেন।
https://shorturl.fm/8YrnD