শায়েস্তাগঞ্জ বনায়ন রেঞ্জ পুলিশ ফাঁড়ির মাধ্যমে চুনারুঘাট উপজেলার রাইছ মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় এক গাছ চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ।
২৮ আগস্ট সকাল ১০:৩০ টায় চুনারুঘাট উপজেলার রাইস মিল নামক স্থানে গাছ কর্তনরত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে একদল সদস্যবৃন্দসহ টহলরত অবস্থায় হাতে নাতে অবৈধভাবে গাছ কর্তনকারী চুনারুঘাট উপজেলার পশ্চিম বড়াইল গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মোহাম্মদ মিনহাজ আলী মীর (৪০) কে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ১ টি কুড়াল, ১টি দা ১টি রশি জব্দ করা হয়।
অপরদিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীন জগদীশপুর বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাদির এর নেতৃত্বে একদল টহল বাহিনী বেলা ৪:৪৫ টায় আকাশমনি, গ্রামীণ বিভিন্ন প্রজাতির গোল কাঠ সহ ২টি কাঠ ভর্তি ট্রাক ও তিনজন কাঠ পাচারকারীকে হাতে নাতে ধরতে সক্ষম হন। যথাক্রমে মোঃ সাইফুল মিয়া (৩০) পিতা মৃত গাফফার মিয়া,গ্রাম রসুলপুর, মাধবপুর, পান্না মুন্ডা (৩৫) পিতা শিবলাল মুন্ডা. সুরমা চা বাগান (রেঙ্গুটিলা) মঙ্গল মুন্ডা (৩৬) পিতা বিজয় মুন্ডা, সুরমা চা বাগান (রেঙ্গুটিলা)
পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৯২৭ সনের বন আইন সংশোধিত ২০০০ সনের ৩৩ এর `ছ’ ধারা অনুযায়ী অপরাধীকে জেল হাজতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকলে চোরি বন্ধ করার সম্ভব এলাকাবাসীর প্রত্যাশা।
#এম_এস