লক্ষ্মীপুরে ১৭টি মামলার পলাতক আসামি যুবলীগ নেতা শাহজালাল মোল্লাকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শাহজালাল মোল্লা চর রমনী মোহন ইউনিয়নের উত্তর চর রমনী মোহন গ্রামের মোল্লা বাড়ির রহমান মোল্লার ছেলে। স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।
জানা গেছে, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জামিনে থাকলেও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
আটকের পর সেনাবাহিনী তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, শাহজালাল মোল্লার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে ১৭টি মামলা রয়েছে এবং বেশ কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাকে আটক করি। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়