লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার রোধ এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডঃ মুহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য লক্ষীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, জেলা সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনের এমপি প্রার্থী ফারুক হোসাইন নুর নবী, অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান এবং মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।