ফরিদপুরের সালথায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় সালথা উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মন্নু এর সভাপতিত্বে সালথা উপজেলা বাইপাস সড়ক হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
উক্ত বিক্ষোভ মিছিলে সালথা উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মাতুব্বর সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এর সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করেন।
তারা বলেন- ফ্যাসিস্ট হাসিনার আমলে রুজু করা ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দেয়া না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।