বগুড়ার শেরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে বিশাল গন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ (০৫ই আগষ্ট) মঙ্গলবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার আওতাধীন শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মাওলানা মোকাল্লেম হোসেন ওসমানী-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গণ-মিছিলটি দলের কার্যালয় (শেরপুর বাসস্ট্যান্ড) এর সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূনরায় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট মাটি ও মানুষের প্রিয় নেতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু.।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬টি বছর এদেশের মানুষের অধিকার হরন করে এক বাকশালি স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করে রেখেছিলো ফ্যাসিস্ট হাসিনা, সে এই দেশটাকে একটি নরকে পরিণত করেছিলো, মানুষ তার বাকস্বাধীনতা হারিয়ে ফেলেছিলো, ২৪এর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচার হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু আরো বলেন, ভবিষ্যতেও যেন এমন স্বৈরাচার আর কেউ হয়ে উঠতে না পারে সেইজন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংষ্কার ও পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই।
প্রধান অতিথি আরো বলেন, বাকশালমুক্ত, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মানে জনগণকে ঐক্যবদ্ধভাবে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাথে পক্ষে কাজ করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে জুলাই বিপ্লবে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দু’আ করা হয়।