বগুড়ার শেরপুরে গাজায় দখলদারিত্ব, গণহত্যা ও “সুমুদ ফ্লোটিলা’ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
৩ অক্টোবর’২৫ রোজ শুক্রবার বাদ জুমা জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শাখা সভাপতি মুফতী হেদায়েতুল্লাহ ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল আউয়াল শেরপুরীর নেতৃত্বে গাজায় ইসরায়েলি দখলদারিত্ব ও চলমান গণহত্যার প্রতিবাদ এবং সম্প্রতি আন্তর্জাতিক জলসীমায় ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বগুড়া-৫ আসনের এমপি পদপ্রার্থী, শেরপুর-ধুনটের মাটি ও মানুষের প্রিয় নেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু) সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া হাজারো মানুষ ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলি বাহিনীর বর্বতার প্রতিবাদ জানাতে তাদের ঈমানী ও মানবিক দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। ‘সুমুদ ফ্লোটিলা’র নিরীহ কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে বিশ্বজুড়ে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বক্তারা এর তীব্র সমালোচনা করেন।
বক্তারা বলেন, ত্রাণবাহী ‘সুমুদ ফ্লোটিলা’র ওপর হামলা আন্তর্জাতিক জলসীমার আইন লঙ্ঘন করে একটি জঘন্য অপরাধ। এটি ইসরায়েলি দখলদারিত্বের আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনিদের ওপর থেকে অবৈধ অবরোধ তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিবাদকারীরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানান।