দীর্ঘদিন ধরে বেহালদশায় থাকায় সংস্কারের দাবিতে অবশেষে সড়কে ধানের চারা রোপন করে অভিনব প্রতিবাদ জানালেন নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দারা। মধইল বাজারে আগ্রাদ্বিগুণ রোডের সড়কে ধানের চারা রোপণ করেন তারা। এছাড়া আকবরপুর ইউনিয়নের করমজাই মাদরাসার মোড় থেকে নওপাড়া যাওয়ার একমাত্র সড়কেও ধানের
চারা রোপণ করেন স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী। এ সড়কে বর্ষার মৌসুমে ভ্যান-মোটরসাইকেল তো
চলেই না, এমনকি পায়ে হেঁটে যাওয়ারও উপায় থাকে না। এ সময় পায়ে হেঁটে কোমলমতি স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ গ্রামীণ জনপদের কৃষিপন পরিবহন সেবা পেতেও বঞ্চিত হন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটিতে বড় বড় গর্ত হয়েছে। বর্ষায় পানি জমে কাদায় ঢাকা পড়ে থাকে পুরো রাস্তা।
#এম এস