আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫ ঘটিকায় বৌদিঘাট নয়া পাড়া স্কুল মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বক্তব্যে তিনি বলেন, জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কোন প্রকার দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। শ্রীপুর উপজেলার প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রাম আধুনিক এবং সমৃদ্ধকরণ কাজ করবো। আমরা জুলাই গণঅভ্যুত্থান গুণগত পরিবর্তন ঘটাতে জামাত ইসলাম আদর্শিক ও রাজনীতির মাধ্যমে অবাধ-উন্মুক্ত ভাবে কাজ করব। দেশ সুন্দরভাবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলার সেক্রেটারি, এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। বক্তব্য রাখেন নয়াপাড়া ১ নং ওয়ার্ড জামাতের সভাপতি মাওলানা আসাদুজ্জামান।