সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও গ্রেফতারকৃত আসামিদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঘাটাইল উপজেলার সকল ইউনিটের সাংবাদিকরা।
রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৭ আগষ্ট (বৃহস্পতিবার) গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলার সিনিয়র সাংবাদিক মো. কামাল হোসেন, দৈনিক যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান, মানবজমিন প্রতিনিধি এবি এম আতিকুর রহমান, ডেইলি বাংলাদেশ টুডে প্রতিনিধি নজরুল ইসলাম, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি গোলাম মোস্তফা, আনন্দ টিভি প্রতিনিধি আবু শোয়েব, চ্যানেল এস এর ঘাটাইল প্রতিনিধি মারুফ হোসেন, মাই টিভি প্রতিনিধি রায়হান মিয়া, ঢাকা প্রতিদিনের ঘাটাইল প্রতিনিধি মোঃ নাজমুল ইসলাম, জাগরণী টিভি প্রতিনিধি আশরাফুল ইসলাম, নিউজ টোয়েন্টি ওয়ান প্রতিনিধি ইয়ামিন হাসান, দৈনিক মজলুমের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম রাজু, বাংলা নিউজ 24 প্রতিনিধি রাহাতুজ্জামান, দৈনিক মানবাধিকার প্রতিদিনের শফিকুল ইসলাম, মুভি বাংলা টিভির ঘাটাইল প্রতিনিধি মোঃ আশিক, বাংলার রঙ নিউজের ঘাটাইল উপজেলা প্রতিনিধি রিমল তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে ঘটতে পারে না। তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে মেনে নেয়া যায়না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করতে হবে।