ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মর্জিনা বেগম(৩৫) কে খুন করল স্বামী আবু বকর।
জানা গেছে আজ মঙ্গলবার দিবা গত রাত ০৩:৩০ মিনিটের সময় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়ের কান্দি গ্রামে মর্জিনা বেগম (৩৫) কে তার স্বামী আবু বকর কর্তৃক বটির আছাড়ি দিয়ে মাথায় আঘাত করলে মর্জিনা বেগমের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
পারিবারিক কলহের জেরে আবু বকর তার স্ত্রী মর্জিনা বেগম কে বটির আছাড়ি দিয়ে মাথায় আঘাত করলে মর্জিনা বেগমের আর্ত চিৎকারে আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই মর্জিনা বেগমের মৃত্যু হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে আবু বকর কে সালথা থানা পুলিশের কাছে সোপর্দ করে। মর্জিনা বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সালথা থানা পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।