ফরিদপুর সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সালথা বাজার পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা-নগরকান্দা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সোহরাব হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল:
১. জুলাই মাসে জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন।
২. আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।