ফরিদপুরের সালথা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান, ছোরা এবং দেশীয় তৈরি চাইনিজ কুঠাল উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সালথা থানাধীন মাজারদিয়া ইউনিয়নের মোরাটিয়া গ্রামের মোঃ বতু মোল্লার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশে একটি বাথরুমের পাশে মাটির নিচে পুঁতে রাখা এসব অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—
১। একটি লোহার তৈরি দেশীয় পাইপগান
২। তিনটি দেশীয় ছোরা, যার বাট কাঠ ও লোহার সংমিশ্রণে তৈরি
৩। একটি দেশীয় তৈরি চাইনিজ কুঠাল, যার বাট এসএস (স্টেইনলেস স্টিল) পাইপ দ্বারা তৈরি
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সালথা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন শেষে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।