ফরিদপুরের সালথা নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১:৩০ টায় ফরিদপুরের সালথা নবকাম পল্লী কলেজের উদ্যোগে উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে কলেজ প্রাঙ্গণে
কলেজের গভর্নিং বডির সদস্যদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নবকাম পল্লী কলেজের গভর্নিং বডির সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর,সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ নবকাম পল্লী কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ কলেজের গভর্নিং বডির সদস্যদের কে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
আলোচনা সভায় গভর্নিং বডির সদস্য বৃন্দ ভবিষ্যতে কলেজের শিক্ষার মান কিভাবে আরও বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু তার বক্তব্যে বলেন- বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থার পুনঃগঠন করে দেশনায়ক তারেক রহমান কর্তৃক প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন করে শিক্ষাকে যুগোপযোগী ও আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামীর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।