স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেছে বাপ ও বেটা। আর এই ঘটনা ঘটছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে।
তাইফুল ইসলাম ও তার ছেলে মিনহাজ শেখ দুধ দিয়ে গোসল করেছে। স্ত্রী ভাঙ্গা উপজেলার রোজিনার সাথে তাইফুল ইসলামের ছিল দীর্ঘ ১২ বছরের সংসার জীবন। আর সেই এক যুগের সংসার জীবন শেষ করে ফেলেন ১৫ আগষ্ট।
এরপর শুক্রবার বিকালে ৪ টায় স্ত্রীর সাথে তালাকের পরে দুধ দিয়ে গোসল করেন তারা। বাপ-বেটার ভাষায় ১২ বছর চরম নির্যাতনের স্বীকার ছিলেন তারা। যে কারণেই এমন সিদ্ধান্ত নেন তারা।