টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, নারীদের সেলাই মেশিন, এসব স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ ও মতবিনিময় সম্ভব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, বিভাগীয় কমিশনার ঢাকা।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪৫টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, কৃষকদের মাঝে ২০ টি স্প্রে মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা।