কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় (পূর্বের ন্যায়) অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সালথা উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব সাহা এবং অন্যান্য শিক্ষকরা।
বক্তারা বলেন, “বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয়—এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।”
তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমান সুযোগ দেওয়া হলে বৈষম্যহীন সমাজ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।