বাংলাদেশ রাজশাহী অঞ্চলের নজিপুর শাখার হাঙ্গার পরিবারের সদস্যদের আনন্দ ভ্রমণ। এই ভ্রমণটি আজ শনিবার (০৯/০৮/২০২৫) সকাল ৭টায় যাত্রা শুরু করে। নজিপুর থেকে যাত্রা শুরু হয় আত্রাই নদীর উদ্দেশ্য।
এই হাঙ্গার প্রজেক্টের ৭ জন প্রশিক্ষণসহ সর্বমোট ৮০ জন সদস্য এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন।এই ভ্রমণ করার উদ্দেশ্য জানতে চাইলে হাঙ্গার প্রজেক্টের সদস্য মাসুদ রানা জানান, ‘হাঙ্গার প্রজেক্টের সকল সদস্যদের আনন্দে রাখা মাঝে মাঝে বিনোদন দেওয়া যেহেতু কাজের সুবাদে পরিবারকে খুব বেশি সময় দেওয়া হয় না তাই এই দিনটাকে ভ্রমণের জন্য রহমানের উদ্দেশ্য হল।’
এই যে বর্ষা মৌসুমে নদীর ভরা থাকে এবং একেবারে খুব ভরাট নয় শান্ত নদী কখনোই নৌকার ভ্রমন পরিবারের লোকজন করেনি। তাই পরিবারের সব লোক অত্যন্ত আনন্দের সঙ্গে নৌকা ভ্রমণ করছে। আমরা আশা করছি এই ভ্রমণের মধ্য দিয়ে আমাদের পরিবারের বন্ধন আরও দৃঢ় হবে। পরিবার-পরিজনের সকলেই দিনভর হাসি-খুশিতে মেতে উঠবে।
#এম এস