মান্দার নুরুল্যাবাদ ইউপির পার নুরুল্যাবাদ মন্ডল পাড়া গ্রামের রাস্তার বেহাল দশা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির কেন্দীয় নেতা এম এ মতিন। নওগাঁ জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের পার নুরুল্যাবাদ মন্ডল পাড়া গ্রামের ত্রীমহনী থেকে চকহরিনারায়ন বাজার পর্যন্ত রাস্তা দীর্ঘদিন যাবৎ চরমভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল।
অতিরিক্ত বর্ষণের ফলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, যা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষের জন্য ছিল চরম দুর্ভোগের। সেই দুর্ভোগ লাঘবেই বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিনের নিজস্ব অর্থায়নে ও শ্রমে রাস্তাটির ইট বিছানো ও মেরামতের কার্যক্রম শুরু করেছে স্হানীয় ইউনিয়নের বিএনপির নেতারা।
বিএনপির নেতা ও নুরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, রাস্তাটির বেহাল দশা দেখে আমাদের নেতা জনাব এম এ মতিন এর সাথে কথা বলি এবং তিনি তা শুনে আমাদের রাস্তা টি সংষ্কারের নির্দেশ দেন তার পরামর্শে ও স্হানীয় বাসিন্দাদের সহযোগিতায় আমরা রাস্তাটি মেরা মতের কাজ করছি।
মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক এর সাথে কথা হলে তিনি বলেন মানবিক দায়বদ্ধতা থেকে গৃহীত এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফিরে এসেছে স্বস্তি।
স্থানীয় বাসিন্দা ও জোতবাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল বলেন,“অনেক দিন ধরে কষ্ট করতেছি এই রাস্তায়। আজকে যে কাজ শুরু হইছে, আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন। এভাবেই যদি সবাই এগিয়ে আসত, আমাদের কষ্ট অনেক কমে যেত।”একজন অভিভাবক ও নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন“ছেলেমেয়েদের স্কুলে পাঠানো ছিল বড় চিন্তার বিষয়। এখন অন্তত শান্তি লাগতেছে।” এক রোগীর স্বজন বলেন, “ভ্যানে করে হাসপাতালে নিতে গিয়ে রাস্তায় পড়ে যাইত। আজ ইট বিছানোর কাজ দেখে খুব ভালো লাগছে।”