ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে এবং ফাঁড়ি এলাকার চুরি ছিনতাই চাঁদাবাজি ও মাদক ব্যাবসা দমন গ্রেফতার চিরুনি অভিযানের অংশ হিসেবে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নির্দেশে, কোতোয়ালী থানাধীন ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কমর উদ্দিনের নেতৃত্ব, মনিটরিং তদারকিতে ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম নগরীর পাট গুদাম আদমজী এলাকায় অভিযান চালিয়ে ১/ বিপ্লব, পিতা – মোসলেম, ২/ মিন্টু, পিতা -তৈয়ব আলী ও ৩/ নাসির, পিতা – আসাদ সর্ব সাং – পাট গুদাম আদমজী, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ, নামক তিন ব্যাক্তিকে দেড় গ্রাম হেরোইন সহ হাতে নাতে গ্রেফতার করে।
পুলিশ জানায় ধৃত ব্যাক্তিরা চিহ্নিত মাদক ব্যাবসায়ী তাদের বিরুদ্ধে আদালতে মাদক ও ছিনতাই অভিযোগে মামলা রয়েছে।