গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে ২০২০ সালে নির্মিত হয় একটি পাবলিক টয়লেট। সাধারণ জনগণের সুবিধার্থে নির্মাণ করা হলেও চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেটি ব্যবহার উপযোগী করে উন্মুক্ত করা হয়নি। ফলে প্রতিদিন নানা সমস্যায় পড়ছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় পথচারীরা।
জানা গেছে, সরকারি অর্থায়নে নির্মিত এই টয়লেটটি বাজারের গুরুত্বপূর্ণ স্থানে থাকলেও তাতে নেই কোনো নিয়মিত রক্ষণাবেক্ষণ কিংবা পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা। দরজায় তালা ঝুলছে দীর্ঘদিন ধরেই। পানির সংযোগও নেই, নেই বিদ্যুৎ বা সঠিক ড্রেনেজ ব্যবস্থা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শুধু দেখানোর জন্যই যেন এই টয়লেট তৈরি করা হয়েছিল।
ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, “এই টয়লেট তো জনগণের টাকায় বানানো, আমাদেরই জন্য। কিন্তু আমরা কোনো দিন এটা ব্যবহার করতে পারিনি। এভাবে তালা ঝুলিয়ে রাখলে লাভ কী?”
ব্যবসায়ীরা বলেন, “বাজারে দিনের পর দিন মানুষ আসে, বাচ্চা-বুড়ো সবাই পড়ে যায় সমস্যায়। মহিলাদের জন্য তো আরও ভোগান্তি। অথচ চোখের সামনে টয়লেটটা পড়ে আছে, ব্যবহারই করতে পারছি না।”
স্থানীয়দের দাবি, এই অবস্থায় টয়লেটটি শুধু জায়গা দখল করেই রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। তারা দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে টয়লেটটি চালু করার দাবি জানিয়েছেন।