গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে নবগঠিত ছাত্রদল কমিটিকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের সৃষ্টি হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সদস্য আবির, সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক কোটালীপাড়া এস এল আর কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের জিএস পদপ্রার্থী রাসেল হাওলাদার এবং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আব্দুল করিম খান, যিনি ৫ আগস্ট ২০২৪ এর আগে পর্যন্ত ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। হঠাৎই তাদের ছাত্রদলের কমিটিতে দেখা যায়।
এই বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা রাজপথে নেমে আসেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান।
কলেজ ছাত্রদলের নেতা ইয়াসিন শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন,
“বিগত সরকার আমলে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজনীতি করেছি, হামলার শিকার হয়েছি, কেন্দ্র ঘোষিত যে কোনো প্রোগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছি। অথচ এই কমিটিতে আমাদের বঞ্চিত করে, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি তাদের দিয়েই কমিটি করা হয়েছে।”
তিনি আরও জানান, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা সর্বসম্মতভাবে এই কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং অবিলম্বে ত্যাগী নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা শিগগিরই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।