নওগাঁর মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ। বুধবার সকাল সাড়ে ১০টা সময় উপজেলা পরিষদ হলরুমে স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ লক্ষ্যে ডিলার নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা লক্ষ্যে উন্মুক্ত লটারি মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ২৮ টি কেন্দ্রে জন্য ডিলার নিয়োগের জন্য আবেদন করেন ১৬৭ জন প্রার্থী।এর মধ্যে যাচাই-বাছাই এর মাধ্যমে ত্রুটিপূর্ণ হওয়ায় ৬৫ জনের আবেদন বাতিল বলে গণ্য হয়।
বৈধ আবেদনকারী হিসেবে ১০২ জন থাকে। এরমধ্যে চারটি কেন্দ্রে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় এককভাবে ডিলার নিয়োগ প্রদান করা হয় ।বাকি ৯৮টি আবেদনের মধ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে ২২ টি কেন্দ্রে ডিলার চূড়ান্ত নিয়োগ করা হয়েছে।
যোগ্য প্রার্থী না থাকায় ২টি কেন্দ্রে ডিলার নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষে এক ডিলার বলেন উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া অত্যন্ত খুশি ও আনন্দিত।
কারণ উপজেলা প্রশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ডিলার নিয়োগ করায় তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
লটারি অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#এম এস