পত্নীতলার নজিপুর হরিরামপুরের এক অসহায় অন্ধ ভিক্ষুক, ফিরোজ হোসেন। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন এই মানুষটি নজিপুর সদরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।
গত কয়েকদিন আগে প্রতিদিনের মতো তিনি দিনের শেষে ভিক্ষা করে পাওয়া সামান্য কিছু টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ এক অমানুষ পেছন থেকে কাঠ দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তে ভিজে যায় তাঁর মাথা ও জামা। মাথায় ৬-৭টি সেলাই দিতে হয়। এরপর হামলাকারী তাঁর ভিক্ষার টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ফিরোজ হোসেন জানান,“টাকা ছিনতাইকারীকে স্থানীয়রা শনাক্ত করলেও কিছু প্রভাবশালী (মন্ডল/মাতব্বর) তাকে লুকিয়ে রাখে। পরে সামান্য কিছু টাকা জরিমানা করে ছেড়ে দেয়। অথচ আমার চিকিৎসা খরচ সেই জরিমানার চেয়ে ১০ গুণ বেশি হয়েছে।”
ভুক্তভোগীর ঠিকানা : নাম: ফিরোজ হোসেন। পিতা: নজরুল ইসলাম। ঠিকানা: হরিরামপুর, ৬নং ওয়ার্ড, নজিপুর পৌরসভা, পত্নীতলা, নওগাঁ।
মানবিক আবেদন : এ ঘটনা শুধু একটি ব্যক্তির ওপর হামলা নয়—এটি আমাদের সমাজ, মানবতা ও ন্যায়ের উপর সরাসরি আঘাত। একজন দৃষ্টিশক্তিহীন মানুষ, যার জীবনের একমাত্র অবলম্বন মানুষের সহানুভূতি—তাঁকেই যদি এমনভাবে আঘাত ও লাঞ্ছনা সইতে হয়, তাহলে আমাদের বিবেক কোথায়?
#এম এস