ফরিদপুরের নগরকান্দায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে এ ঘটনা ঘটে।ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর ও সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার শিকার ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি আজিম মাতুব্বর সাগর জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে। সাবেক ছাত্রলীগ কর্মীরা গণঅধিকার পরিষদের কমিটিতে প্রবেশের চেষ্টা করছিল। এতে বাধা দেওয়ায় আমাদের ওপর এ হামলা চালানো হয়। একই অভিযোগ করেছেন সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ইরান হোসেন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।