ইসলামী আইনজিবি পরিশোধের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জন-নেতা এডভোকেট মিজানুর রহমান গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানি) আসনের অংশ বিশেষে এমপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। গতকাল সোমবার বাটিকামারী ইউনিয়ন ও বাজারে তিনি এক গণ-সংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন
বাটিকামারী বাজারে সমাবেশে মিজানুর রহমান বলেন, “আমাদের সংগ্রাম ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার জন্য। এই এলাকার মানুষের ভোট ও সমর্থন পেলে আমরা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংসদে কণ্ঠস্বর হবো।” তিনি স্থানীয় সমস্যা যেমন সড়ক অবকাঠামো, কৃষকদের সুযোগ-সুবিধা এবং যুবদের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেন।
গণ-সংযোগ চলাকালে এডভোকেট মিজানুর রহমান এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক সমস্যার কথা শোনেন। তিনি বলেন, “জনগণের অধিকার আদায় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। জনগণের দোয়া ও সমর্থন পেলে এই আসনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করব।”

বাটিকামারী বাজারে গণসংযোগের মুহূর্ত
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। গণ-সংযোগকালে বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এডভোকেট মিজানুর রহমান আরও বলেন, “রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা। ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করাই আমার অঙ্গীকার।”
গণ-সংযোগ শেষে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।