প্রায় দুই বছর ইনজুরির কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। অবশেষে তার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দলে জায়গা পাচ্ছেন নেইমার।
আগামী কয়েক দিনের ভিতর ব্রাজিল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ দুই ম্যাচের জন্য কোচের প্রাথমিক তালিকায় নেইমারের নাম থাকলেও দল থেকে বাদ পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। আর শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডাকার প্রয়োজন মনে করেননি আনচেলত্তি। ফলে বিশ্রামেই থাকছেন রিয়াল মাদ্রিদ তারকা।
Copied from: https://rtvonline.com/