জয় দিয়েই স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে তারা ১–০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।রিয়াল মাদ্রিদ ভালো ফুটবল খেললেও এদিন জয়ের জন্য নির্ভর করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলের ওপর।
ম্যাচের বয়স যখন ৫১ মিনিট তখন ফরাসি তারকার করা সেই পেনাল্টি গোলের সৌজন্যেই রিয়ালের জয় নিশ্চিত হয়। আর তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিল স্প্যানিশ ক্লাবটি। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলের মাধ্যমে এই প্রথম জিতল রিয়াল মাদ্রিদ।
লা লিগার সুদীর্ঘ ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি গোলে ক্লাবগুলোর জয়ের ঘটনা এর আগে ঘটেছে মাত্র চারবার। ১৯৯০ সালে রিয়াল সোসিয়েদাদ জিতেছিল জন অ্যালড্রিজের গোলে। ২০১৭ সালে লেভান্তের জয়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন জোসে লুইস মোরালেস এবং ২০২১ ও ২০২২ সালে ভ্যালেন্সিয়া মৌসুম শুরু করেছিল কার্লোস সোলারের পেনাল্টি গোলে জিতে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ জয়ের মাধ্যমে নিজেদের গড়া একটি রেকর্ডও ভেঙ্গেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ইতিহাসে টানা ১৭ মৌসুমে প্রথম ম্যাচে অপরাজিত থাকার নজির এখন কেবল রিয়ালের। ২০০৯ থেকে শুরু হওয়া এ ধারাবাহিকতা এখনো অব্যাহত। এর আগে সর্বোচ্চ টানা ১৬ মৌসুমে (১৯৬১ থেকে ১৯৭৬) নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্বও ছিল রিয়ালের দখলে।
ওসাসুনার বিপক্ষে গোল করে রিয়ালের ইতিহাসে যোগ হলো আরেকটি ফরাসি অধ্যায়। রিয়ালের জার্সিতে মৌসুমের প্রথম গোল করা ফরাসিদের তালিকায় করিম বেনজেমার পাশে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পেও। ২০১৩, ২০১৪, ২০১৯ ও ২০২১ মৌসুমের প্রথম গোল করেছিলেন বেনজেমা, আর ২০২৫ সালে করলেন এমবাপ্পে।