বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ও কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর-০২ আসন কমিটির পরিচালক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ফারুক হোসাইন নূরনবী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা, সাইয়্যেদ এ এইচ এম নাজমুল হুদা, উপজেলা সেক্রেটারি এডভোকেট আবদুল আউয়াল রাসেল চৌধুরী, কেরোয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো:আনোয়ার হোসাইন, ইউনিয়ন শুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার হারুনুর রশীদ, এডভোকেট জহিরুল আলম, কেরোয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, কেরোয়া যুব বিভাগের সভাপতি মাস্টার আহসান উল্ল্যাহ, ওলামা মশায়েখ নেতা একেএম সাইফুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক রিয়াজ পাটওয়ারি প্রমুখ। অনুষ্ঠানে কেরোয়া ইউনিয়ন এর ০৯টি ওয়ার্ডের জামায়াতে নির্বাচনী কেন্দ্র কমিটির শতাধিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, আগামী নির্বাচনে এই প্রথম জামায়াতে ইসলামীর ভোটের ইতিহাসে সরকার গঠন করার সম্ভাবনা দেখা দিয়েছে। আগে ভোটাররা বলত, আপনারা হুজুরেরা এক হোননা কেন?এবার হুজুররা এক হয়েছে। ইসলামী দলগুলো ভোট বাক্স একটা হবে।এবারের নির্বাচনে এদেশের জনগণকে ইসলামের পক্ষে ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে।জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের জনগণকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ উপহার দিবে।
এসময় তিনি মঞ্চে উপস্থিত জামায়াতে ইসলামী মনোনীত রায়পুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, কেরোয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও হলরুমে বসা কেরোয়ার ০৯ জন মেম্বার পদপ্রার্থীদের নির্বাচিত হলে হাত উঠিয়ে দুর্নীতি না করার শপথ করান।তিনি বলেন যারা জনগণের সাথে দুর্নীতি না করার শপথ করতে পারবেনা তাদের ভোট চাওয়ার ও পাওয়ার নৈতিক অধিকার নেই। এবং সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলের জন্য দোয়া করতে বলেন সবাইকে।