লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের বাসিন্দা জুলাই যোদ্ধা খালেদ মাহমুদ সুজনকে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা নগদ ৫০,০০০(পঞ্চার হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নগদ পঞ্চার হাজার টাকা তুলে দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা।
এসময় ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসক জনাব সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন। সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ভূঁইয়া বাড়ির শাহীন কাদেরের ছেলে ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
গত বছরের ৪’ঠা আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার মিছিলে আহত হয়েছিলেন সুজন। এরপর দীর্ঘ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন সুজন।