সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ আখতারুজ্জামান, এসআই (নিঃ)/সৈয়দ গোলাম সারোয়ার, এসআই(নিঃ)/মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই (নিঃ)/মাসুদ মিয়া, এএসআই (নিঃ)/আরিফুজ্জামান, এএসআই (নিঃ)/মহি উদ্দিন, কনস্টেবল/৯৫০ সাগর সরকার বিশেষ অভিযান করে রবিবার রাত ২১টায় ছাতক থানার ১২ নং ছৈলা আফজলাবাদ ইউপির অন্তর্গত সিংগুয়া সাকিনস্থ বটেরখাল নদীর পূর্ব পাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে মোঃ কেনু মিয়া প্রকাশ বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে।
কেনু মিয়া প্রকাশ বকুলের পিতা-মৃত মনির উদ্দিন, সাং-দিঘলী রামপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ। তার কাছ থেকে (ক) Mc Dowells No-1 LUXURY করে ২৮ বোতল (খ) officer’s Choice করে ৫০ বোতল সহ সর্বমোট (২৮+৫০)=৭৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৩,০০০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীসহ থানায় হাজির হয়ে এসআই আখতারুজ্জামান বাদী হয়ে এজাহার দায়ের করিলে ছাতক থানার মামলা নং-২২, তাং-২৪/০৮/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪(খ)/৪০ রুজু করিয়া মামলার তদন্তভার এসআই মোঃ সিকান্দর আলীর নামে হাওলা করা হয়।
এরপর আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।