কাজের প্রলোভনে মিথ্যা আশ্বাসে সহ বিভিন্ন সময়ে ভারতে পাচার হয়ে যাওয়া ১৭ বাংলাদেশি কিশোর -কিশোরীদেরকে ২৮শে অক্টোবর রোজ বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ ও পুলিশ।
ভারতের বোম্বে ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন প্রদেশে জেল হাজতবাস শেষে দেশে ফেরে তারা। এসময় উপজেলা এসিল্যান্ড নিয়াজ মগদুদ ও ,উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুর রহমান.ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসোনসহ বিজিবি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসেন ও মানবাধিকার কর্মি রেখা বিশ্বাস জানান,২ থেকে ১২ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয় ১৭ বাংলাদেশী কিশোর কিশোরী।
ভারতের বোম্বে ও পশ্চমবঙ্গ পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের ঠাই হয় বিভিন্ন শেল্টারহোমে।সেখান থেকে দু দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বুধবার বিকালে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদেরকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা বাংলাদেশী নাগরিকদের বাড়ী খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, কুস্টিয়া, হবিগঞ্জ, গোপালগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায়।
পরে ফেরত আসা বাংলাদেশ নারী শিশুদেরকে তুলে দেওয়া হয় পোর্ট থানা পুলিশের কাছে। সেখান থেকে পরে তাদেরকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি. রাইট যশোর ও জাষ্টিস এন্ড কেয়ারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে আইনিপ্রক্রিযা শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মানবাধিকার সংগঠন মহিলা আইনজীবী সমিতি যশোর প্রগ্রাম অফিসার রেখা বিশ্বাস।ফেরত আসা ১৭ জনের মধ্যে ১০ কিশোরী ও ৭ কিশোর রয়েছে।
#এম_এস