ভোলা, দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ৫ নং ওয়ার্ড মৃধা বাড়িতে বিষ প্রয়োগ করে একটি পুকুরের, প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পেছনে জমি নিয়ে চলমান বিরোধ কাজ করেছে।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক আব্দুল কাদের বাচ্চু জানান, তিনি, ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়েছেন এবং এক বছর ধরে তাতে মাছ চাষ করছেন। মঙ্গলবার (২৭ আগস্ট, ২০২৫) দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠলে তিনি দেখতে পান যে, এতে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
আব্দুল কাদের বাচ্চু অভিযোগ করে বলেন, “আলমগীর গং তালুকদার পিং মৃত আব্দুল হাই তালুকদারের সাথে আমার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করেছে। ধারণা করছি, পূর্ব শত্রুতার জের ধরেই তারা এই জঘন্য কাজ করেছে।”
তিনি এই ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
#এম_এস