ফরিদপুরের কানাইপুর বাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল দশটার দিক ফরিদপুর জেলা কোতয়ালী থানাধীন কানাইপুর বাজার গোরস্থানের সামনে এন ডি পরিবহন বাস ঢাকা মেট্রো- ব-১৫-৮৫৮৭ এবং মাগুরা গামী ট্রাক ঢাকা মেট্রো -ট -২২-৯১৩৬ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের ফলে বাসের ৫ জন যাত্রী আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তিরা হলেন ১. মোঃ নজরুল (৫৬) পিতাঃ আব্বাস আলী গ্রামঃ গোবিন্দপুর থানাঃ জেলাঃ ঝিনাইদহ ২. খলিল মিয়া (৪৫) পিতাঃ ওসমান মিয়া গ্রামঃ সরদার পাড়া থানা কোতোয়ালী জেলা ফরিদপুর। ৩. হাসানুর রহমান (৩০)পিতাঃ লিয়াকত
থানাঃ শৈলকুপা জেলাঃ ঝিনাইদহ ৪. মারজিয়া (১৬) পিতাঃতমির মোল্লা গ্রামঃ পাচ কমলাপুর থানাঃ জেলা চুয়াডাঙ্গা৫. সাফিয়া (৩৫)পিতাঃ তমির মোল্লা গ্রামঃ পাচ কমলাপুর থানাঃ জেলা চুয়াডাঙ্গা। দুর্ঘটনার পর বাস এবং ট্রাকের
ড্রাইভার ও হেল্পার পলাতক আছে দুর্ঘটনায় কবলিত বাস ট্রাক করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।