ফরিদপুরের ভাংগা উপজেলা গনঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাংগা উপজেলা গনঅধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের সাবেক আহবায়ক
মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাংগা উপজেলা গনঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে গোলচত্বর সংলগ্ন ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে এসে সড়ক টায়ার জ্বালিয়ে অবরোধের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০ মিনিট সকল ধরনের যানচলাচল বন্ধ ছিলো এ সময় বক্তব্য রাখবেন ভাংগা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোঃ আশরাফ শেখ, উপজেলা গনঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আজাদ, সাবেক সদস্য সচিব মোঃ আতিকুল্লাহ হেলাল, যুগ্ম সদস্য সচিব নাসির, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাহাত মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর পরিকল্পিতভাবে হামলা করে তাকে রক্তাক্ত করে পুরো বাংলাদেশকে কলংকিত করা হয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িত সকলকে আইনগত পদক্ষেপের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করে বাংলাদেশ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।