কুমিল্লায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় আব্দুর রব (৭৩) নামের এক কবিরাজকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ দল। সোমবার দুপুরে নাঙ্গলকোট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে নিজ বাসা থেকে লোক প্রশাসন বিভাগের ওই শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
#এম_এস