লক্ষ্মীপুর রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রায়পুর থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, পৌর বিএনপির ১নম্বর ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও ৪নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে সিএনজি চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা তুলছেন। এদিনও তারা টাকা তুলতে গেলে ক্ষুব্ধ চালক ও স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ধাওয়া দিলে নেতারা সরে পড়েন।
এ বিষয়ে পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি এবিএম জিলানি বলেন, ‘ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে পরে জানাব।’
এই বিষয়ে রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক বলেন, বিষয়টি শুনেছি। আমি প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স ঘোষণা করেছি। যদি কেউ চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।