1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  4. owdcfyxb@znemail.com : emanuelsolander :
  5. joshuawilliams47430dvn@budgetthailandtravel.com : fannyigv718 :
  6. novikov-9iouh@myrambler.ru : lynda78370040 :
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত জেলা পুলিশ, ময়ননসিংহ এর আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ রিয়াল কোচ জাবি আলোনসো বরখাস্ত আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার চবি শিক্ষার্থী অর্পিতা শীলের চোখে সুন্দরবনের ঢাংমারী : জীবনসংগ্রাম ও আতঙ্কে জর্জরিত জেলেপল্লী মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাম কত, কীভাবে কিনবেন ২০২৬ বিশ্বকাপের টিকিট?

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৮১
শনিবার, ১৯ জুলাই, ২০২৫

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরুর এখনো প্রায় এক বছর বাকি। তবে তার আগেই ফুটবলপ্রেমীদের জন্য টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসছে বিশ্বকাপের এবারের আসর। এই প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিটের জন্য প্রাথমিক আবেদন নেওয়া শুরু করবে ফিফা, যা চলবে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচের দিন পর্যন্ত। তবে চাহিদা বেশি থাকায় ধাপে ধাপে টিকিট বিক্রির পরিকল্পনা নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

যেভাবে কিনতে পারবেন
টিকিট পেতে আগ্রহীদের আগে- fifa.com/tickets ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করে একটি ‘ফিফা আইডি’ সংগ্রহ করতে হবে।

তবে শুধু টিকিট কিনলেই হবে না।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে খেলা দেখতে যেতে হলে সমর্থকদের আগে সম্পন্ন করতে হবে প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি ও কাগজপত্রের আনুষ্ঠানিকতা।
টিকিটের দাম কত?

উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম শুরু হবে ৩৫৩ ডলার (প্রায় ৪২ হাজার ৮০০ টাকা) থেকে, সর্বোচ্চ ৭০৬ ডলার (প্রায় ৮৫ হাজার ৬০০ টাকা)।

গ্রুপ পর্ব ও শেষ ৩২ পর্বের ম্যাচ দেখতে গুনতে হবে ৮২ থেকে ২৫৯ ডলার (প্রায় ৯ হাজার ৯০০ থেকে ৩১ হাজার ৪০০ টাকা)।

শেষ ষোলো পর্বের টিকিট মিলবে ১১৮ থেকে ৩১৮ ডলারে (১৪ হাজার ৩০০ থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে বসতে হলে টিকিটপ্রতি খরচ হবে ২৩৫ থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)।

সেমিফাইনালের জন্য খরচ ৪১২ থেকে ১ হাজার ১১৮ ডলার (প্রায় ৪৯ হাজার ৯০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)।

আর ফাইনাল ম্যাচের টিকিটের দাম ৭০৬ ডলার থেকে শুরু হয়ে পৌঁছাবে ১ হাজার ৮৮২ ডলার পর্যন্ত (প্রায় ৮৫ হাজার ৬০০ থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।

থাকছে বিশেষ প্যাকেজ

যারা বাড়তি আরাম ও একাধিক ম্যাচ একসঙ্গে উপভোগ করতে চান, তাদের জন্য থাকছে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ। যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনো শহরে ৪ থেকে ৯টি ম্যাচ দেখার জন্য খরচ পড়বে অন্তত ৮ হাজার ২৭৫ ডলার (প্রায় ১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)।

এছাড়া নির্দিষ্ট কোনো দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে রয়েছে ‘ফলো মাই টিম সিরিজ’ প্যাকেজ। স্বাগতিক দল বাদে অন্য যেকোনো দলের গ্রুপ পর্বের সব ম্যাচের প্যাকেজের দাম শুরু হবে ৬ হাজার ৭৫০ ডলার থেকে (প্রায় ৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।

বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বিশাল আয়োজন নিয়ে ফিফার প্রত্যাশা, এবারের আসরে মাঠে থাকবেন প্রায় ৬৫ লাখ দর্শক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের অসাধারণ সাফল্যের পর ২০২৬ বিশ্বকাপের জন্য উত্তেজনা এখন অন্য উচ্চতায়। আমরা আশা করি, সমর্থকেরা সময়মতো আবেদন করে তাদের কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/