1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  4. owdcfyxb@znemail.com : emanuelsolander :
  5. joshuawilliams47430dvn@budgetthailandtravel.com : fannyigv718 :
  6. novikov-9iouh@myrambler.ru : lynda78370040 :
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত জেলা পুলিশ, ময়ননসিংহ এর আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ রিয়াল কোচ জাবি আলোনসো বরখাস্ত আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার চবি শিক্ষার্থী অর্পিতা শীলের চোখে সুন্দরবনের ঢাংমারী : জীবনসংগ্রাম ও আতঙ্কে জর্জরিত জেলেপল্লী মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনায় তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের মহাসমাবেশ

সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি / ১৫৩
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজেদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনার শিববাড়ি মোড়ে এক বিভাগীয় মহাসমাবেশ করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় শুরু হওয়া এই সমাবেশে বক্তারা প্রকৌশল খাতে চলমান বৈষম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সমাবেশে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হক লিপু বলেন, “ডিপ্লোমাধারীরা মূলত এইচএসসি সমমান। তারা টেকনিশিয়ান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করলেও একটি সিন্ডিকেটের মাধ্যমে ১০ম গ্রেডে শতভাগ এবং নবম গ্রেডে ৩৩ থেকে শতভাগ পর্যন্ত কোটা নিয়ে প্রকৌশল খাত দখল করে রেখেছে।” তিনি আরও বলেন, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি না থাকা সত্ত্বেও শুধুমাত্র পদোন্নতির মাধ্যমে তারা ক্যাডার হয়ে যাচ্ছে।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, “যদি দেশে আসলেই কোটা প্রথা বিলুপ্ত হতো, তাহলে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে এভাবে রাস্তায় নামতে হতো না।” তিনি অভিযোগ করেন যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ষড়যন্ত্র করে প্রকৌশল পেশাকে কলুষিত করছে এবং দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। কুয়েট শিক্ষক সমিতি শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

কুয়েটের প্রকৌশলী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাহাতুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছি, কিন্তু দুঃখজনকভাবে আমাদের দাবি এখনো আদায় হয়নি। তারই ধারাবাহিকতায় আমরা এই বিভাগীয় মহাসমাবেশ আয়োজন করেছি।” তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলোঃ

১. সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে এবং সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোটার মাধ্যমে বা অন্য কোনো নামে সমমানের পদ তৈরি করে কোনো পদোন্নতি দেওয়া যাবে না।

২. উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ: উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীর জন্যই পরীক্ষা উন্মুক্ত রাখতে হবে।

৩. পদবি ও অ্যাক্রিডিটেশন: বিএসসি ডিগ্রি ছাড়া যারা প্রকৌশলী পদবি ব্যবহার করেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। একই সাথে, যেসব বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স এখনও আইইবি-বিএইটিই অ্যাক্রিডিটেশনের আওতায় আসেনি, সেগুলোকে দ্রুত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/