গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সংযোগ নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আরিফুল ইসলাম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খামার মনিরাম গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, নিহতের বাড়ির পূর্ব পাশে আজাহার হাজীর বিদ্যুৎচালিত সেচযন্ত্র রয়েছে। এ সেচযন্ত্র থেকে টানা লাইনে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। দূরত্ব হবে প্রায় ৭ থেকে ৮শ গজ। আর এ পুরো জায়গা জুড়ে কারেন্টর তার ছিলো ঝুলিয়ে। বিষয়টি বিপদজনক। সে কারণে আজাহার হাজী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিক বার বলেও কোনো কাজ হয়নি। তবে আরিফুল ইসলাম ওই তারে জড়িয়ে মারা যাওয়ার পরপর আজাহার হাজী তার ছেলেসহ দ্রুত কারেন্টর তার সরিয়ে নেন বলেও জানান স্থানীয়রা।
নিহতের পিতা আবদুর রশিদ মিয়া জানান, কারেন্টর এই তার ঝুলিয়ে আছে অনেকদিন ধরে।হাজী সাহেবকে বারবার বলেছি সরাতে। মিটার রিডিং লিখতে আসা লোককেও বলেছি বহুবার। কেউ আমাদের কথা শুনেনি। যদি তারা শুনতো তাহলে আজ এ সর্বনাশ হতো না আমাদের। আমরা এ বিচার চাই। বলেই হাউমাউ করে কেঁদে উঠেন তিনি।
এবিষযে রংপুর পল্লী বিদ্যুৎ সীমিত-১ সুন্দরগঞ্জ ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান মিজান বলেন, টানা লাইন অবৈধ। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।
এ বিষয়ে আলহাজ্ব মো. আজাহারুল ইসলামের সাথে কথা বলতে গেলে তিনি কোনো বক্তব্য না দিয়ে দ্রুত বাড়িতে ঢুকে যান। সে কারণে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবদুল হাকিম আজাদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজ নিয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
#এম_এস