বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ মনোনীত সংসদ-সদস্য পদপ্রার্থী, হাতপাখার কাণ্ডারি ধুনট-শেরপুর মাটি ও মানুষের প্রিয়নেতা অধ্যাপক মীর মাহমুদুর রহমান (চুন্নু) এর নেতৃত্বে ধুনট বাজার এলাকায় ৯অক্টোবর ২০২৫ বাদ আসর নির্বাচনী গণ-সংযোগ ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আশা জাগানিয়া।। ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই ধর্ম-মত নির্বিশেষে সকল মানুষেরই গণদাবি’ ও তারা বদ্ধপরিকর।
কারণ অশান্তির বিভীষিকা, বর্তমান প্রেক্ষাপট এক চরম অধঃপতন ও ভয়ংকর বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। তাই গণ-মানুষের একটাই আকাঙ্ক্ষা—তারা প্রচলিত ভঙ্গুর সমাজ ব্যবস্থা থেকে মুক্তি চায়। ন্যায়-ইনসাফ ও একটি সুখী-সমৃদ্ধ কল্যাণের আগামীর বাংলাদেশ দেখতে চায়।
জীবনের নিরাপত্তা চায়। শৃঙ্খলমুক্ত আযাদী চায়। বিকশিত জীবনধারা চায়। মান-সম্মান, ইজ্জত-আবরু নিয়ে মানুষের মত বেঁচে থাকতে চায়।
তাই জাতির এই ভাগ্যের পরিবর্তনের জন্য অচৈতন্য ও পশ্চাদপদ মানসিকতার অশুভ পরিণতি লক্ষ্য করেই আপোষহীন নেতা (পীর সাহেব চরমোনাই’)- সারা বাংলাদেশে একটি আওয়াজ-ই তুলছেন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে(PR) পদ্ধতিতে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দিতেই হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।