বগুড়ার ধুনটে উপজেলা নির্বাহী অফিসার জনাব খৃষ্টফার হিমেল রিছিলের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ইছামতী হল রুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে বলেন,
ধুনট উপজেলায় আমার কর্মজীবনের এই অধ্যায় শেষ হতে চলেছে। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা নিয়েই আমি এই পথচলা সম্পন্ন করেছি।
আমি চেষ্টা করেছি সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে আপনাদের পাশে থাকার। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কষ্টকে কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। চেষ্টা করেছি— কারও দুঃখে সান্ত্বনা, কারও সমস্যায় সমাধান হয়ে দাঁড়াতে।
উক্ত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা সামিদুল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী,ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কামাল পাশা , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল করিম,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।