বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারে খুনসহ ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির কিছু টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
১৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং আনুমানিক ৩ লাখ টাকা নগদ অর্থ ও ৩টি মোবাইল ফোন লুট করে নেয়।
এই ডাকাতির সময় ডাকাতরা বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করে। ভোর সাড়ে ৪টার দিকে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই বগুড়া জেলা ডিবি পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে মূল হোতা জুয়েল, তার সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা এবং নিহত বিমলা পোদ্দারের ব্যবহৃত মোবাইল ফোনসহ মোট ২টি লুট হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতি ও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। সেই সঙ্গে ঘটনা আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।