চাঁদপুরের সর্বজন প্রিয় শিক্ষক মফিজুল ইসলাম কালাম মাস্টারের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দেবপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মতিনের জৈষ্ঠ পুত্র মফিজুল ইসলাম (কালাম মাষ্টার) গত মঙ্গলবার দুপুরে নিজ
কর্মস্থল গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ বোধ করে বাসায় আসলে এলাকাবাসী ও শিক্ষকরা তাঁকে দ্রুত হাজীগঞ্জ রয়েল হসপিটাল নিয়ে আসেন, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
স্ট্রোক জনিত কারনে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে । মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত দশটায়
দ্বিতীয় জানাযা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রথম জানাজা রাত ৮ ঘটিকায় কর্মস্থল গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়, বিপুলসংখ্যক মুসল্লী, শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মফিজুল ইসলাম (কালাম মাস্টার) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা করেন, আগামী ডিসেম্বর তাঁর অবসর সময়কাল। জীবনের শেষদিনেও দুটি ক্লাস সুসম্পন্ন করেন প্রবীন এ শিক্ষক।